সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রোবেল মাহমুদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.জামাল উদ্দিন,কৃষি কর্মকর্তা সাকুরা নাম্নি,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো.মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সাংবাদিক অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর,লেখক সমর ইসলাম। মতবিনিময় সভায় ইউএনও এন. এম.আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের সহযোগিতায় করতে প্রস্তুত।’ সভায় সাংবাদিকরা এলাকার নানা সমস্যা, দুর্নীতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানো এবং সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আতাউর রহমান মিন্টু বলেন,’সাংবাদিকতা শুধু পেশা নয়, বড় একটি নৈতিক দায়িত্ব। গফরগাঁওয়ের উন্নয়ন ও সুশাসনে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।’
সংবাদকর্মীদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কামরুজ্জামান লিটন, শফিউল আলম মারুফ,সৈয়দ আসাদুজ্জামান সোহেল, মো.আজহারুল হক,মতিউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাগণ সাংবাদিকদের তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাগত উৎকর্ষ থেকে সুশাসন এবং সুসাংবাদিকতা প্রতিষ্ঠা লাভ করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন ।

