মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, এ বছর ‘জহিরুল সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে দেশের ১২ জন গুণী কবি-সাহিত্যিককে। সাহিত্য ভিত্তিক ফেসবুক প্ল্যাটফর্ম ‘হাজার কবির কবিতা সাহিত্য গ্রুপ’-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পাঁচটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করা হয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ ও শিশুসাহিত্য-এই পাঁচটি বিভাগে। নির্বাচিত লেখকরা তাঁদের সৃজনশীলতা, ভাষার সৌন্দর্য ও সমাজে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা অর্জন করেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কবি-সাহিত্যিককে একটি করে প্রতীকি সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
সাহিত্য গ্রুপটির এডমিন কবি জহিরুল ইসলাম জানান, “এই পুরস্কার বাংলা সাহিত্যের প্রতি এক ধরনের ভালোবাসা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমরা চাই কবি-সাহিত্যিকদের কাজ আরও ছড়িয়ে পড়ুক এবং নবীন কবি-লেখকবৃন্দ উৎসাহিত হোক।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই হাজার কবির কবিতা সাহিত্য গ্রুপের কার্যক্রম ইতোমধ্যে দেশের পাশাপাশি ভারতের সাহিত্যাঙ্গনেও বেশ পরিচিত হয়ে উঠেছে। বিগত বছরগুলোতেও বিভিন্ন জেলা, অঞ্চল এবং এমনকি ভারতের পশ্চিমবঙ্গ থেকেও বহু গুণী কবি- সাহিত্যিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। জহিরুল সাহিত্য পুরস্কার এখন পুরস্কার প্রাপ্তদের ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে শোভা পাচ্ছে।