মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটী গ্রামের ফজলুল হকের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে, ফজলুল হকের ২২ শতক একটি পুকুরে বিষ দিয়ে পাঙ্গাস, কই,শিং সহ বিভিন্ন জাতের প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই মৎস্য চাষী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি ওবায়দুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।