মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মদ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত প্রজিত কুমার দাস, নার্সিং সুপারভাইজার শিপ্রা রাণী সরকার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক প্রমুখ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন, উন্নত মানের খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার, পুষ্টিস্তর উন্নয়নে তিনটি এতিমখানায় পুষ্ঠিকর খাবার সরবরাহ, মা সমাবেশ, প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।