সাব্বির কামাল, গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের সালটিয়া কাঁচা বাজার এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন.এম. আব্দুল্লাহ-আল-মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলে এসিল্যান্ড আমির সালমান রনি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্টের আওতায় ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমএইচ-এমএই জেবি সালটিয়া কাঁচা বাজার এলাকায় ৫৯০ মিটার আরসিসি ড্রেইন ও ৩৫৫ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করবে।

