সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের পর উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রতন মিয়া(৪৫)। ঝড়ের পর রতনের মেয়ে রিতা আক্তার বাড়িতে ব্যবহ্রত পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে পাশের টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
সেখানে মেয়েটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে মায়ের চিৎকারে ছুটে যান রতন মিয়া। এসময় বিদ্যুতায়িত টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পুলিশ ও
স্থানীয়রা জানান, ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রতন মিয়াকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

