সাব্বির কামাল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরের নামাজের পর গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে ‘শান্তিকামী জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নারী-শিশু সহ হাজারো নিরীহ মানুষের হত্যার প্রতিবাদ জানিয়ে আয়োজিত এ সমাবেশে অংশ নেন ওলামা-মাশায়েখ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান সালমানী এবং সঞ্চালনায় ছিলেন গফরগাঁও হেল্পলাইনের সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদ।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তা সভ্যতা ও মানবাধিকারের ওপর চরম আঘাত। এখনই বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন।”
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও থানার আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দিন আল হাবিব, ইত্তেফাকুল উলামা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, খুদ্দামুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মাহাদী হাসান এবং গফরগাঁও হেল্পলাইনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশরাফ আলী ফারুকী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা গাজায় চলমান ভয়াবহ হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত গড়ে তোলাসহ রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে জোরালো কূটনৈতিক অবস্থান গ্রহণের দাবি সম্বলিত প্লেকার্ড,ফেস্টুন বহন করেন।

