মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল উল ফিতারকে পূঁজি করে ঈশ্বরগঞ্জ টু ময়মনসিংহগামী রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় করায় দুটি সিএনজি কে ডাম্পিং করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পৌরসভার মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পৌর প্রশাসক ইকবাল, ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুইটি সিএনজি জব্দ করে ঈশ্বরগঞ্জ থানার ভাগাড়ে ডাম্পিং এর জন্য পাঠানো হয়।
অভিযান প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজকের অভিযানে ২টি সিএনজি জব্দ ও ডাম্পিং করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।’

