মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড(আউটধার-শিমুলিয়া)এর ঈদগাহ মাঠের সংলগ্ন আজিজুলের বাড়ির সামনেআউটধার ও পাঁচ-কাহনিয়ার মাঝখানে খালের উপর কাঠের নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিনত হয়েছে,যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনায় পতিত হতে পারে স্কুল,কলেজ, মাদ্রাসাগামী ছোট ছোট শিশু ও বয়স্ক পথচারী।
সরে জমিনে পরিদর্শন করে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে,আউটধার ও শিমুলিয়া গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত প্রতিদিনই এই কাঠের সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে,পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়,কলেজ, তারাকান্দা ফুলপুর উপজেলা সদরের হাটবাজারে যান।দীর্ঘদিন ধরে এমনভাবেই চলছে বিপদকে সঙ্গী করে এই এলাকার অসহায় জনসাধারণ। তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পায় না যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায়।
উল্লেখ্য যে,প্রথমে এখানে একটি বাঁশের সাঁকো ছিল।সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে সাঁকোটি সময় সময় মেরামত করতেন।পরবর্তীতে বর্তমান কাঠের সেতুটি নির্মাণ করা হয়।বেশ কিছুদিন অতিবাহিত হতেই কাঠগুলো পঁচে নষ্ট হতে শুরু করে সেইসাথে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পথচলা।সরে যায় দুইপাশ্বের্র মাটি।