সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে গফরগাঁও উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩২ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে গফরগাঁও উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা বটমুল চত্বরে (মিনি স্টেডিয়াম) এসে শেষ হয়।
এসময়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা
এন এম আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গফরগাঁও মহিলা কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানএবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙ্গের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
বটমুল চত্বরে( মিনি স্টেডিয়াম) জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হাঁড়ি ভাঙ্গা খেলা, দড়ি টান, হাস ধরা,ঘুড়ি উড়ানো খেলাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।