ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের অক্সফোর্ড খ্যাত সরকারি আনন্দ মোহন কলেজে বৃহস্পতিবার (৩ এপ্রিল) “আনন্দ মোহন কলেজ” ছাত্রদল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী আয়োজনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, সহ-সভাপতি ওয়ালিউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।
উৎসবমুখর পরিবেশে নান্দনিক এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন । অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের সাবেক নেতৃবৃন্দ ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।