মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বসতবাড়ির গভীর নলকূপ থেকে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ধামদি গ্রামে একরাম হোসেনের বাড়ির নলকূপ থেকে এ গ্যাস নির্গত হচ্ছে। নলকূপের পাইপে আগুন ধরিয়ে পরীক্ষা করার পর এটি নিশ্চিত হওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক যুগ আগে স্থাপিত এ নলকূপ থেকে সম্প্রতি বুদ্বুদ ধরণের শব্দ শোনা যাচ্ছিল। একরাম হোসেনের মা বেগম আক্তার বিষয়টি তার ছেলেকে জানান। ঈদের ছুটিতে বাড়ি ফিরে একরাম হোসেন কৌতূহলবশত নলকূপের সঙ্গে একটি অতিরিক্ত পাইপ সংযোগ দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই সেখানে আগুন জ্বলে ওঠে, যা নিশ্চিত করে যে পাইপ থেকে গ্যাস নির্গত হচ্ছে।
একরাম হোসেন বলেন, “প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পাইপ থেকে বুদ্বুদ ধরণের শব্দ আসছিল। পরীক্ষা করার পর দেখি, আগুন ধরে যাচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দেখতে আসেন এবং বাড়ির মহিলারা এই গ্যাস ব্যবহার করে রান্নাও শুরু করেন।”
গৃহকর্ত্রী বেগম আক্তার বলেন, “এটি আমাদের জন্য আনন্দের বিষয়। গ্রামে বসবাস করেও আমরা গ্যাস ব্যবহার করে রান্না করতে পারছি।”
এলাকার বাসিন্দা মো. চান মিয়া বলেন, “এটি বড় একটি আবিষ্কার হতে পারে। প্রশাসন যদি পরীক্ষা-নিরীক্ষা করে এবং সরকারিভাবে উদ্যোগ নেয়, তাহলে আমাদের এলাকা ও দেশ উপকৃত হতে পারে।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে, তবে এটি প্রাকৃতিক গ্যাসের নতুন উৎস হিসেবে সম্ভাবনা তৈরি করতে পারে।