বুধবার ময়মনসিংহ নগরের হামিদ উদ্দিন রোড এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে সাজিদ নামের এক যুবক খুন হয়েছে।
রাত পনে ১১ টার দিকে হামিদ উদ্দিন রোডে এক যুবক খুন হয়েছে। ময়মনসিংহ নগরের কাচিঝুলি মোড়ের পাশে খুনী ও অপর একজন বসে গাঁজা সেবন করছিলো । এ সময় সাজিদ বলে তোমরা এখানে গাঁজা সেবন করছো কেন? এ কথায় দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে খুনী পাশের দোকান থেকে সুপারি কাটার সরতা দিয়ে আঘাত করলে সাজিদের মৃত্যু হয় ।
সংবাদ পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান । এসময় থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।